লরিতে লুকিয়ে এপারে, নাক ডাকার শব্দেই ধরা বাংলাদেশি যুবক

আজ এখন নিউজ ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: সীমান্ত পার করে অভিনব উপায়ে ভারতে প্রবেশ করার চেষ্টায় শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। শনিবার রাতে মালদার মহদিপুর সীমান্তে ঘটে এই ঘটনা। অভিযুক্ত ফাজিজুল হক (৩০) বাংলাদেশের পার্বতীপুর জেলার মিঁয়াদিঘিপাড়া এলাকার বাসিন্দা। শ্রমের সন্ধানে সে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে।

শনিবার রাতের আঁধারে মহদিপুর বাণিজ্য কেন্দ্রের কাছে একটি লরিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। সন্দেহ হওয়ায় লরিটি তল্লাশি শুরু করে তারা। বাইরে থেকে ফাঁকা মনে হলেও লরির ত্রিপলের নীচ থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। এক পুলিশকর্মী লাঠি দিয়ে খোঁজাখুঁজি শুরু করলে, ত্রিপলের নীচে লুকিয়ে থাকা ফাজিজুল ধরা পড়ে। ঘুমের ঘোরে নাক ডাকা থেকেই পুলিশের সন্দেহ দৃঢ় হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ফাজিজুল জানায়, বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর থেকে এক ভারতীয় লরি পণ্য রপ্তানি করে ফেরার সময় সে লরির পেছনে উঠে নিজেকে ত্রিপলে ঢেকে নেয়। সীমান্ত পার করার এই পরিকল্পনা সফল হলেও, রাতে অচেনা জায়গায় লরিতে থেকে গিয়ে ধরা পড়ে সে। যাত্রাপথের ক্লান্তি আর টেনশন তাকে এতটাই ক্লান্ত করেছিল যে, লুকিয়ে থাকার চেষ্টায় ঘুমিয়ে পড়ে এবং নাক ডাকার শব্দেই তার অবস্থান ফাঁস হয়ে যায়।

ইংরেজবাজার থানা সূত্রে জানা গেছে, গত চার মাসে মালদা এলাকায় এ ধরনের অনুপ্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তবে ফাজিজুল দাবি করেছে, তার ভারতে আসার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র কাজের সন্ধানেই সে সীমান্ত পার করেছিল। রবিবার তাকে আদালতে তোলা হয়। সীমান্তে এমন অনুপ্রবেশের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছে প্রশাসন। পুলিশ এখনও বিষয়টির গভীরে গিয়ে তদন্ত করছে।