মোথাবাড়ির কোন কোন জায়গায় যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জানতে চাইল হাইকোর্ট

মালদার মোথাবাড়ির ঠিক কোন কোন জায়গায় যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা জানতে চায় কলকাতা হাইকোর্ট । তাই বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরোধী দলনেতার আইনজীবীকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার জন্য ৷ আগামিকাল শুক্রবার জমা দিতে হবে এই হলফনামা ৷ তা খতিয়ে দেখার পরই বিচারপতি বিবেচনা করে দেখবেন মোথাবাড়িতে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব কি না । উল্লেখ্য, সপ্তাহখানেক একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি ৷ ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলায় মালদার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত ৷ এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতিও ৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন ৷ তার পর সেখানে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন ৷ অভিযোগ, মালদার পুলিশ-প্রশাসন শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না ৷ গত মঙ্গলবার (১ এপ্রিল) এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ আবেদনে জানান, তিনি মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান ৷ সেই মামলার শুনানি বৃহস্পতিবার হয়৷ সেখানে রাজ্য সরকারের তরফে শুভেন্দুর মোথাবাড়িতে যাওয়ার বিষয়ে আপত্তি জানানো হয় ৷ রাজ্যের আইনজীবী আদালতে বলেন, ‘‘এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ২০টা এফআইআর দায়ের হয়েছে । ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে । ৬ এপ্রিল রামনবমী ৷ তারপরেই হনুমানজয়ন্তী । নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় সেদিকে নজর রাখছে প্রশাসন । এই মুহূর্তে বিরোধী দলনেতা সেখানে গেলে অশান্তি ছড়াতে পারে ।’’ অন্যদিকে শুভেন্দু অধিকারীর আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায় বলেন, ‘‘মালদার মোথাবাড়িতে ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে । ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে । বিরোধী দলনেতা আক্রান্তদের সঙ্গে দেখা করতে যেতে চান । নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিরোধী দলনেতা একাই যেতে চান । এলাকায় আইনের শাসন ভেঙে পড়েছে । মালদা এসপি, ডিজিপিকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছিলেন । কিন্তু সম্মতি পাওয়া যায়নি ।’’ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, “কিন্তু সেগুলোর কি প্রমাণ আছে ?” শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ‘‘হ্যাঁ রয়েছে ।’’ তারপরই বিচারপতি আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, কোন কোন জায়গায় যেতে চান, সেটা উল্লেখ করে হলফনামা দিতে । তার পরই শুভেন্দুকে মোথাবাড়িতে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷