আজ এখন নিউজ ডেস্ক, 17 ফেব্রুয়ারি: পুরুলিয়ার একটি বহুতল অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা বেআইনি বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দ্রুত এই তলা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, চার তলার অনুমোদিত নির্মাণে অতিরিক্ত পঞ্চম তলা তৈরি বেআইনি।
মামলাকারীর অভিযোগ, প্রথমে অ্যাপার্টমেন্টটি চার তলা হিসেবে নির্মিত হয়। পরে পঞ্চম তলার নির্মাণ শুরু হলে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। প্রশাসনিক পদক্ষেপের অভাবে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছায়। শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, মাত্র ১২ ফুট প্রশস্ত রাস্তার ওপর জিপ্লাস ফাইভ (G+5) নির্মাণ আইনবিরুদ্ধ। যদিও রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, রাস্তার প্রস্থ প্রায় ১৪ ফুট।
বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১৫ দিনের মধ্যে বেআইনি নির্মাণের বাসিন্দাদের ডেকে শুনানি সেরে দ্রুত ভাঙার প্রক্রিয়া শুরু করতে হবে। এর আগে কলকাতা, বিধাননগর এবং হাওড়ার বেশ কিছু বেআইনি নির্মাণ নিয়েও আদালত ভাঙার নির্দেশ দিয়েছে। এমনকি সল্টলেকের একটি বেআইনি ভবনের ক্ষেত্রে পুরসভাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। প্রয়োজনে আধা সামরিক বাহিনী মোতায়েন করার কথাও জানিয়েছিল আদালত।