প্রেমিকার বাড়িতে ডেকে ফাঁদ, প্রহৃত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

আজ এখন নিউজ ডেস্ক, 10 মার্চ: নদিয়ার শান্তিপুর থানা এলাকায় প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকার বাবার হাতে লোহার রডের আঘাতে গুরুতর আহত হলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত ছাত্রের অভিযোগ, সন্ধ্যায় হঠাৎ বান্ধবী ফোন করে তাঁকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেন। বিপদের আশঙ্কায় দ্রুত সেখানে পৌঁছালে তিনি বুঝতে পারেন, এটি প্রেমিকার বাবার পরিকল্পিত ফাঁদ ছিল। ঘরে ঢোকার পরই প্রেমিকার বাবা লোহার রড দিয়ে তাঁকে আঘাত করেন। আঘাতে ছাত্রের কপাল এবং চোখের মাঝামাঝি অংশ ফেটে যায়।

পরিবারের সহযোগিতায় আহত অবস্থায় তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই ছাত্র জানান, প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে মারধর করা হয়েছে। অভিযোগ, তাঁকে হুমকিও দেওয়া হয় যে, এ বিষয়ে পুলিশে জানালে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

তরুণের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। তবে আহত ছাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর ইতিহাস পরীক্ষা রয়েছে। আঘাতের কারণে পড়াশোনায় সমস্যা হওয়ায় পরীক্ষা নিয়ে তিনি চিন্তিত। তিনি অনুরোধ করেছেন, পুলিশ যেন এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়।