আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৫ ফেব্রুয়ারি: আজ সকালে ভরদুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে ঘিরে বোম আতঙ্ক ছড়ায়। ওই সেতুর ধারে একটি টিফিন কৌটো পড়েছিল, এবং যথারীতি সেটিতে বোমা আছে বলে ধারণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বম্ব স্কোয়াড। তবে এই ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।
পুলিশ জানান, বিদ্যাসাগর সেতুর ধারে দুপুর নাগাদ একটি টিফিন কৌটো পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন লোক ভয় পেয়ে পুলিশের খবর দেয়।বম্ব স্কোয়াড ওই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশরা তদন্তের জন্য একটি কুকুরও নিয়ে আসে। তল্লাশি চালান আধিকারিকরা। তবে জানা গিয়েছে, বোমা বা সেই জাতীয় কিছু পাওয়া যায়নি। পুলিশ টিফিন কৌটোটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, কারও ব্যাগ বা গাড়ি থেকে কৌটোটি পড়ে গিয়েছে। পরে সেতুতে তা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। পিছনে অন্য কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সোমবার রাতে হরিশ মুখার্জী স্ট্রিটে বোমাতঙ্ক ছড়ায়। একটি নির্মীয়মাণ বাড়ির সামনে দুটি বাক্স পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ বাক্স দুটি উদ্ধারের পর জানা যায় তাতে বিস্ফোরক জাতীয় কিছু নেই। সেই ঘটনার রেশ কাটতে না এবার বিদ্যাসাগর সেতুতে বোমাতঙ্ক ছড়াল।