আজকের রাশিফল (০১/০৪/২৫)

মেষ: অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয়  বৃদ্ধি পাবে। পারিবারিক যে কোনও বিবাদ-বিতর্ক-মতান্তর এড়িয়ে চলুন। মনে অস্থিরতা।

বৃষ: বাতজ বেদনা বৃদ্ধি পাওয়ায় কাজকর্ম ও চলাফেলায় বাধা। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি ও লাভ বৃদ্ধি।

মিথুন: বিদ্যা ক্ষেত্রটি শুভ। প্রিয়জনদের সঙ্গে অহেতুক বিবাদে গৃহে অশান্তি। কাজকর্মে কমবেশি শুভ।

কর্কট: ব্যবসায়ী প্রচেষ্টায় সাফল্য। প্রেম প্রণয়ে আগ্রহ বাড়বে। পেটের রোগে কষ্টের আশঙ্কা।

সিংহ: মানসিক উত্তেজনার বসে কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। গৃহে অতিথি সমাগম। সকালের দিকটা কর্মব্যস্ততায় কাটবে।

কন্যা: কারও ব্যবহারে মনঃকষ্ট। সন্তানের বিদ্যা শিক্ষায় বাধা। অর্থ কর্মদিকটি কিছুটা শুভ।

তুলা: কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। প্রেম-প্রণয়ে অশান্তি। বিদ্যা শিক্ষায় মনোমতো ফলের অভাব।

বৃশ্চিক: অর্থ লাভের ভাগ্য শুভ। সঞ্চয় যোগ আছে। কাজকর্ম ও বিদ্যা শিক্ষায় অগ্রগতি।

ধনু: কর্ম ও বিদ্যায় শুভ। কর্ম উন্নতি ও পদোন্নতির যোগ। শত্রু দ্বারা তাড়িত হতে পারেন। শরীর-স্বাস্থ্য মোটামুটি।

মকর: দিনটি শুভ। যে কোনও কাজকর্মে উন্নতির যোগ। শরীর-স্বাস্থ্য মোটামুটি। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।

কুম্ভ: বিদ্যায় দিনটি অনুকূল। পেশাদারি উচ্চশিক্ষায় বড় সাফল্য ও চাকরির সম্ভাবনা। কর্মে শুভ।

মীন: কাজকর্মে উন্নতি ও ব্যয় বৃদ্ধির যোগ। পারিবারিক দিকটি এক প্রকার। মানসিক অস্থিরতা থাকবে।