মেষ: সন্তানদের পারস্পরিক দ্বন্দ্বের জন্য মনঃকষ্ট। অর্থকরী ক্ষেত্রটি কমবেশি ঠিক থাকবে। নতুন কাজের সুযোগ পেতে পারেন।
বৃষ: গবেষণামূলক কর্ম প্রচেষ্টায় সাফল্য ও উন্নতি। সেবামূলক কর্মের দায়িত্বে সাফল্য ও সুনাম বৃদ্ধি। অর্থভাগ্য শক্তিলাভ করবে।
মিথুন: কর্ম অপেক্ষাকৃত শুভ। কর্মসূত্রে দূরস্থানে গমন হতে পারে। মানসিক চঞ্চলতা দমনে সচেষ্ট হন।
কর্কট: সৃজনশীল কাজে অগ্রগতি, সাফল্য ও স্বীকৃতি। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন।
সিংহ: সাংগঠনিক কাজকর্মে সাফল্য ও সুনাম। বেকাররা চাকরির খবর পেতে পারেন। অর্থাগম যোগটি অনুকূল। বিদ্যায় অমনোযোগ।
কন্যা: কর্মে সাফল্য ও সেই সূত্রে আটকে থাকা পদোন্নতি পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিদ্যায় বাধা।
তুলা: সাংগঠনিক কর্মে বড় সাফল্য ও সুনামের সম্ভাবনা। গৃহে শান্তি বজায় থাকবে। প্রেম-প্রণয় যোগ আছে।
বৃশ্চিক: একাধিক সূত্র থেকে প্রচুর অর্থ প্রাপ্তি ও সঞ্চয়ের যোগ। বড় কাজের সাফল্যের হাত ধরে ব্যবসার আয় বৃদ্ধি। দাম্পত্য শুভ।
ধনু: দুপুর পর্যন্ত কাজকর্মে বাধা থাকবে। পারিবারিক দিকটি শুভাশুভ মিশ্র। সৃজনশীল কাজকর্মে উন্নতি।
মকর: কর্মকেন্দ্রিক ব্যস্ততায় সাফল্য। আয় বৃদ্ধির নতুন কোনও পথের দিশা প্রাপ্তির প্রচেষ্টায় সফল হবেন। মানসিক অস্থিরতা থাকবে।
কুম্ভ: গৃহ সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক ও গৃহসুখ বৃদ্ধিতে মানসিক প্রফুল্লতা। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি।
মীন: কাজকর্মে উন্নতি হবে। ব্যবসায়ীদের কর্ম প্রচেষ্টায় সফলতা। গৃহক্ষেত্রটি অনুকূল। স্বাস্থ্য চলনসই।