২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ৪ এপ্রিল ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ২২ চৈত্র, চান্দ্র: ৭ মধুসুধন মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, মুসলিম: ৫-শাওয়াল-১৪৪৬ হিজরী। শ্রীশ্রীবাসন্তিপুজার গতস্থাপন (সপ্তমী)।
মেষ: অভিনয় শিল্পীদের নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। পেশাদারি কর্মের প্রচেষ্টায় সাফল্য। শরীর-স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
বৃষ: কাজকর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অর্থকরী ক্ষেত্রটি অনুকূল। শরীর-স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকবে।
মিথুন: পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য মানসিক চিন্তা বৃদ্ধি। ক্রীড়াবিদদের সাফল্য ও উপার্জন বৃদ্ধি। ধর্মকর্মে মানসিক শান্তি।
কর্কট: একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তির অনুকূল সম্ভাবনা। ব্যবসা ও পেশায় বিলম্বিত অগ্রগতি। মানসিক দিক বিক্ষিপ্ত থাকবে।
সিংহ: যে কোনও সাংগঠনিক কাজে সতর্ক হন; সুনাম প্রাপ্তির সঙ্গে বদনামও জুড়তে পারে। শারীরিক দুর্বলতা বাড়বে। বিদ্যা চর্চায় বাধা।
কন্যা: অফিসকর্মী ও আইটি কর্মীদের কাজকর্মে বাধা আসবে। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক অস্থিরতা বাড়বে।
তুলা: মরশুমি রোগ ও বাতজ বেদনায় ভোগান্তির যোগ। সংগঠকদের কর্ম সাফল্য ও সুনাম। আর্থিক দিকটি অনুকূল।
বৃশ্চিক: গুরুত্বপূর্ণ কাজে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বকেয়া অর্থপ্রাপ্তি আশানুরূপ হবে না।
ধনু: পারিবারিক ও কর্মক্ষেত্রে অশান্তি, মনোমালিন্যের আশঙ্কা। বিচারক ও সরকারি আমলাদের কর্মের প্রসার ও সাফল্য।
মকর: কাজকর্মে অগ্রগতি, আয় বৃদ্ধি ও সুনাম। মানসিক দিকটি অপেক্ষাকৃত শুভ। শরীর-স্বাস্থ্য কমবেশি শুভ।
কুম্ভ: উচ্চশিক্ষা ও পেশাদারি শিক্ষায় দিনটি বিশেষ শুভ। কাজকর্মে নতুন কোনও যোগাযোগ কাজে লাগিয়ে ভাগ্যোন্নতি।
মীন: মানসিক উত্তেজনা ও চঞ্চলতার জন্য ঘরে-বাইরে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি পাবে।