আজকের রাশিফল (০৫/০৪/ ২৫)

মেষ:   অর্থাগম ভাগ্য শুভ। স্বর্ণ শিল্পীদের পক্ষে দিনটি খুব একটা শুভ নয়। গৃহে শান্তি বজায় থাকবে।

বৃষ:  কাজকর্ম কিছুটা বাধার মধ্যে  হবে । অর্থভাগ্য শুভ। সঞ্চয় হবে। খনিজ দ্রব্যের ব্যবসায় লাভের অংক বাড়বে।

মিথুন:  মাথা ঠান্ডা রাখুন , যে কোনও  বাক বিতণ্ডা এড়িয়ে চলুন। স্বাস্থ্য ঠিক থাকবে। সন্তানের ব্যবহারে মানসিক আঘাত পেতে পারেন।

কর্কট:  নিকটজনের কথাবার্তায় মানসিক আঘাত। কাজকর্মে কমবেশি গতি বজায় থাকবে। আর্থিক  শুভ।

সিংহ: গবেষকদের পক্ষে দিনটি শুভ। অত্যধিক কর্মব্যস্ততায় শারীরিক দুর্বলতা।  পারিপার্শ্বিক পরিবেশে জটিলতা থাকবে।

কন্যা: একাধিক সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ।  কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট।

তুলা: পুরনো  রোগ মাথাচাড়া দেওয়ায় দৈহিক ভোগান্তি বৃদ্ধি। গৃহক্ষেত্রে শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক: অর্থ প্রাপ্তির যোগ আছে। রূঢ় ব্যবহার ও অপ্রিয় বাক্যে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি। দেহে আঘাত লাগতে পারে।

ধনু: সৃজনশীল কর্মে আশাতীত উন্নতি ও সুনাম। ব্যবসায়ে নতুন পথের সন্ধান পেতে পারেন। পাওনা আদায়ের সাফল্য।

মকর: ভূসম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ আছে। উপার্জনের নতুন দিশা পেতে পারেন। ব্যবসা ভালো হবে।

কুম্ভ: গৃহে পারস্পরিক কলহের ফলে মনোবেদনা। অর্থ যোগ আছে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন।

মীন: কাজকর্মে উন্নতি হবে। স্বর্ণ বা রুপো ক্রয়ে সুফল পেতে পারেন। প্রেম যোগ আছে।  শরীর-স্বাস্থ্য চলনসই।