২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, ইংরেজী: ৬ এপ্রিল ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ২৪ চৈত্র, চান্দ্র: ৯ মধুসুধন মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, মুসলিম: ৭-শাওয়াল-১৪৪৬ হিজরী। দুর্গা নবমী / নবরাত্র, শ্রীরামচন্দ্রের জন্মতিথি।
মেষ: পোশাক বিক্রেতাদের কেনাবেচা ও লাভ বাড়বে। বকেয়া প্রাপ্তির ক্ষেত্রে সতর্কভাবে অগ্রসর হন। চিন্তা বৃদ্ধি পাবে।
বৃষ: পারিপার্শ্বিক বিরুদ্ধ পরিবেশের জন্য চিন্তা বাড়বে। প্রেশার ও হাটের রোগীরা উত্তেজনা এড়িয়ে চলতে চেষ্টা করুন।
মিথুন: কাজকর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে। গৃহক্ষেত্রটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।
কর্কট: ব্যবসা ও পেশায় আয় উন্নতি বাড়বে । মানসিক চঞ্চলতা ও অলসতায় ভালো কোনও সুযোগ নষ্ট হতে পারে।
সিংহ: কর্মকেন্দ্রিক পরিশ্রম ও ব্যস্ততা বাড়ায় দেহে ক্লান্তি ও অবসন্নতা। বিবাহের প্রস্তাব ঠান্ডা মাথায় বিবেচনা করুন।
কন্যা: পেশাগত ও ব্যবসায়িক কর্মে ব্যস্ততা ক্রমশ বাড়বে। বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে অগ্রগতি । বিদ্যায় উন্নতি।
তুলা: একাধিক সূত্র থেকে অর্থাগম ও কিছু অর্থ সঞ্চয়। পত্নীর স্বাস্থ্যহানিতে বিচলিত হতে পারেন। আয় বুঝে ব্যয় করুন।
বৃশ্চিক: ভাগ্যোন্নতির একাধিক সুযোগ যাতে হাতছাড়া না হয় সেদিকে সতর্ক হন। শরীর-স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন।
ধনু: কর্মে বড় সাফল্য পেতে পারেন। ব্যবসায়ী ও প্রেসাদারি কর্মে অগ্রগতি। অর্থকরী উপার্জন বৃদ্ধি পাবে।
মকর: ব্যয় কিঞ্চিৎ বৃদ্ধি পাবে। তবে অর্থ প্রাপ্তি ভাগ্য শুভ। ব্যবসা ভালো হবে । দেহে আঘাত ও রক্তপাত যোগ আছে।
কুম্ভ: পুরনো রোগ মাথাচাড়া দেওয়ায় শারীরিক কষ্ট ভোগ। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় মন্দা আসতে পারে। ধর্ম কর্মে মন।
মীন: পেশাদারি কর্মে দুপুরের পর বিঘ্ন আসতে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। অর্থ-কর্ম যোগ শুভ।