পারস্পরিক বিবাদে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি!

আজ এখন নিউজ ডেস্ক, 3 ডিসেম্বর: সম্প্রতি বিহারের মুজফফরপুরে পারস্পরিক বিবাদের জেরে গুলি চালানোর এক আকস্মিক ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, জমির জন্য দুই পক্ষের মধ্যে মারামারি হয়। যেখানে এক পক্ষ অন্য পক্ষের উপর গুলি চালায়। ওই হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি ঘটেছে মুজাফফরপুরের মতিপুরে। প্রসঙ্গত, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে ফের শুরু হয় বিতর্ক। একসময় বিবাদ এতটাই বেড়ে যায় যে, এক পক্ষ ঘটনাস্থলে পৌঁছে ক্রমাগত গুলি চালাতে থাকে। তথ্য অনুযায়ী, হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে আহতকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বিট্টু কুমার তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে মতিপুরের পুরনো বাজারে ওই বিরোধপূর্ণ জমিতে পৌঁছান। এই সময় তার মামা কৃষ্ণ রায়ও ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় তর্ক-বিতর্ক। এরপর বিট্টু গুলি চালায়।

গোলাগুলির জেরে কৃষ্ণ কুমারের ডান বুকে একটি গুলি লাগে। গুলিতে আহত হন কৃষ্ণা রায়। ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের লোকজন ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে। এরপর অস্ত্রটি ছিনিয়ে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত ব্যক্তির নাম কৃষ্ণা রাই। এরপর মতিপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই পুলিশ অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।