আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৭ ফেব্রুয়ারি: বেশ কয়েকজনকে ট্যারা ব্যাকা মাঠে ফুটবল খেলতে দেখা গেছে। তাদের পরনে সবুজ জার্সি। ক্রমশ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু ফুটবলারদের হাতে রয়েছে অ্যাসল্ট রাইফেল। সেটা নিয়েই ফুটবল চলছে মণিপুরে। গোল করলে রাইফেল উঠিয়ে উল্লাস। উত্তপ্ত মণিপুরের এরকম একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
ভাইরাল এ ভিডিওটি মূলত মনিপুরের কাংপোকপি জেলার ঘটনা। কয়েকদিন আগের ঘটনা হলেও, তা সম্প্রতি নজরে পড়েছে। কয়েকজন AK ও আমেরিকা তৈরি M সিরিজের রাইফেল নিয়ে ফুটবল খেলছেন। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩০ কিলোমিটার দূরের গামনোমফাই গ্রামের ঘটনা বলে অনুমান। যিনি ভিডিওটি পোস্ট করেছেন, তাঁর নাম দেখে মনে করা হচ্ছে কুকি সম্প্রদায়ের লোক। পরে অবশ্য সেই ভিডিওটি মুছে দেন এবং বন্দুকের অংশগুলো বাদ দিয়ে শুধু ফুটবল ম্যাচের ভিডিও পোস্ট করেন।
উল্লেখ্য, ২০২৩-এ মণিপুর হিংসার পর সেনাবাহিনীর অস্ত্র লুট করে সেখানকার উগ্রপন্থীরা। সেই অস্ত্র দিয়েই বেলাগাম হিংসা চলেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। কুকি ও মেইতেই, দুপক্ষই অস্ত্রসহ ছবি-ভিডিও পোস্ট করে শক্তি প্রদর্শনের বার্তা দিয়েছে। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল থেকে সেনাবাহিনীর গ্রেনেড লঞ্চারের কয়েকশো ভিডিও প্রকাশ্যে এসেছে। হিংসার ঘটনার প্রায় দুবছর পরও যে তার প্রবণতা কমেনি, তা ফুটবল মাঠের ভিডিও দেখে অনুমান করা হচ্ছে।