সন্দেশখালি নিয়ে ফের উত্তপ্ত রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর বিশেষ পরিকল্পনা করবে বিজেপি

আজ এখন নিউজ ডেস্ক, 30 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ফের উত্তপ্ত হতে পারে রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে একটি জনসভায় অংশ নিতে যাচ্ছেন। স্থানীয় টিএমসি নেতাদের দ্বারা জমি দখল এবং মহিলাদের যৌন হয়রানির অভিযোগে এই বছরের শুরুতে এলাকাটিতে ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছে।অপরদিকে, মুখ্যমন্ত্রীর সফরের পরের দিন এলাকায় ‘জনসংযোগ যাত্রা’ আয়োজনের পরিকল্পনা করছেন বিরোধী নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যার জেরে রাজ্যের রাজনীতিতে ফের শোনা যাচ্ছে সন্দেশখালীর প্রতিধ্বনি।

সন্দেশখালি সফর নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছি। নির্বাচনের আগে মানুষ আমাকে প্রশ্ন করেছিল আমি সন্দেশখালি আসব কি না? এর জবাবে আমি বলেছি, আমি পরে ঠিক সময় করে যাব। আমরা ‘লক্ষ্মী ভান্ডার’, ‘বাংলার বাড়ি’ এবং অন্যান্য প্রকল্পের অধীনে অনেক মুলতুবি প্রোগ্রাম সম্পন্ন করেছি। ওই এলাকার প্রায় 20,000 সুবিধাভোগী সরকারি প্রকল্পগুলি থেকে উপকৃত হবেন।”

কী ভাবে লাইমলাইটে এল সন্দেশখালি?

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সুন্দরবনের সীমান্তে সন্দেশখালি অবস্থিত। ফেব্রুয়ারী থেকে এই এলাকাটি অশান্ত বলে মনে হচ্ছে। কারণ এই মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়েছে। শেখের সমর্থকদের বিরুদ্ধে যৌন শোষণ ও জমি দখলের অভিযোগে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দল থেকে শেখের বরখাস্ত, পুলিশ দ্বারা তার গ্রেফতার এবং শেষ পর্যন্ত সিবিআই কর্তৃক তার বিরুদ্ধে চার্জশিট দাখিল নির্বাচনের উপর কোন প্রভাব ফেলেনি। তৃণমূল বসিরহাট আসনে বিপুল ভোটে জিতেছে। এর একটি অংশ হল সন্দেশখালি, যেখানে বিজেপি মামলার শিকার রেখা পাত্রকে টিকিট দিয়েছিল। ২৯ ফেব্রুয়ারি শেখকে গ্রেফতার করে সিবিআই।