মায়াপুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার হোটেল মালিক

আজ এখন নিউজ ডেস্ক, 19 ফেব্রুয়ারি: নদিয়ার মায়াপুরে নয় বছরের এক নাবালিকার উপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে হুলোরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবরে জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি হাঁসখালির বাসিন্দা এক মহিলা সাংসারিক অশান্তি থেকে বাঁচতে মেয়েকে নিয়ে মায়াপুরের একটি হোটেলে উঠেছিলেন। সেখানে তিন দিন থাকার পর ১৫ জানুয়ারি তিনি বাড়ি ফিরে যান।

পরবর্তীতে, নাবালিকা তার মাকে জানায় যে, হোটেল ছাড়ার দিন হোটেল মালিক তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টানতে চেষ্টা করেন এবং পরে এক পর্যায়ে তার ঘরে ঢুকে শ্লীলতাহানি করেন। অভিযোগ উঠেছে, ঘটনাটি ঘটার সময় নাবালিকার মা হোটেলের বাইরে ছিলেন।

ভয়ে সেই সময় ওই নাবালিকা কিছু বলতে না পারলেও, মায়ের কাছে সব জানার পর তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। এরপর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।