তরুণীকে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার গৃহবধূ!

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২ জানুয়ারি: কলকাতা জোড়াসাঁকোতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক গৃহবধূ তার প্রতিবেশীকে রাগের মাথায় বললেন”মরতে পারিস না?’এবং এই কথাটির ফল পেতে হলে তাকে, ওই তরুণী তিন তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন। এবং এই ঘটনার একমাস পর, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ওই অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর নাম তারান্নাম আরা। আগের মাসের ৩০ শে নভেম্বর কলকাতা জোড়াসাঁকোতে ঘটনাটি ঘটে। ওই এলাকার একটি পাঁচতলা বাড়িতে তারা পরিবারসহ থাকতেন। এবং ওই অভিযুক্ত গৃহবধূ বাড়ির তিন তলার ১৮ বছরের তরুণী ফিরোজা পারভিনের পাশের ঘরেই থাকেন। তাদের সঙ্গে প্রায়ই বাথরুম ব্যবহার থেকে জল তোলা, প্রত্যেকটি বিষয় নিয়ে পরিবারের মধ্যে গোলমাল হত। ওই ঘটনার দিন সকাল থেকেই অভিযুক্ত গৃহবধূর সঙ্গে ওই তরুণীর মাঝেমধ্যে ঝগড়া হচ্ছিল। দুপুরে দুজনের মধ্যে গোলমাল চরমে ওঠে। তারই জেরে তরুণীকে গৃহবধূ বলেন, ‘‘মরতে পারিস না? মরেই যা তুই।’’

অভিযুক্ত ওই গৃহবধূ ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু ওই গৃহবধূ খুন করেছেন, এমন প্রমাণ পাচ্ছিলেন না পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত তদন্তে জানা যায় যে, এমনভাবে ওই তরুণীকে প্ররোচনা করা হয় যে, তিনি আত্মঘাতী হন। এরপরই আদালতের অনুমতি নিয়ে খুনের ধারা মামলা থেকে বাদ দিয়ে আত্মহত‌্যায় প্ররোচনার ধারা যুক্ত করা হয়। বুধবার আত্মহত‌্যার প্ররোচনার অভিযোগে ওই গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করে। অন‌্য অভিযুক্তদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।