রামপুরহাটে প্রতিবেশীর লালসার শিকার গৃহবধূ, অভিযুক্ত গ্রেপ্তার

আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: বীরভূমের রামপুরহাটে জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযুক্ত সোমু লেটকে গ্রেপ্তার করেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় বাড়িতে একা ছিলেন গৃহবধূ। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা সোমু লেট জল খাওয়ার অজুহাতে ওই বাড়িতে প্রবেশ করে। এরপর সুযোগ বুঝে গৃহবধূকে জোর করে একটি ঘরে নিয়ে গিয়ে তাঁর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে নির্মমভাবে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেয় ওই অভিযুক্ত।

গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে গৃহবধূ পুরো ঘটনা জানিয়ে দেন। রাতেই পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। দ্রুত তল্লাশি চালিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। আজ রবিবার অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। একইসঙ্গে, নির্যাতিত গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

10:33