আজ এখন নিউজ ডেস্ক, 3 মার্চ: পশুপ্রেমের জন্য বরাবরই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে পোষ্য সারমেয় ও মার্জারদের সঙ্গে তাঁর মিষ্টি মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায়। শুধু সোহাগী ছবি নয়, অসহায় পশুদের অধিকারের পক্ষে সচেতনতার বার্তাও ছড়িয়ে দেন তিনি। মানুষের তুলনায় অনেক ক্ষেত্রেই পশুদের বেশি নিরীহ মনে করেন অভিনেত্রী। সোমবারও এমনই এক সাহসী পোস্টে সরব হলেন তিনি।
সম্প্রতি একটি ফেসবুক পেজে এক ব্যক্তি মন্তব্য করেন, কিছু রাস্তার কুকুর দেখে তিনি ভয় পান, কারণ তারা হামলা করতে পারে। এই মন্তব্যের বিরোধিতা করে স্বস্তিকা পাল্টা জানান, মানুষের হিংস্রতার কাছে রাস্তার কুকুর অনেক বেশি নিরাপদ। তিনি স্পষ্ট লেখেন, “কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। ধর্ষণ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে।”
স্বস্তিকার এই মন্তব্যের পর থেকেই সমাজমাধ্যমে তাঁকে সমর্থন করে প্রচুর মানুষ এগিয়ে এসেছেন। কেউ লিখেছেন, “পশুদের ভয় পেয়ে লাভ নেই, আগে নিজের চারপাশের মানুষকে চিনুন।” কেউ আবার জানিয়েছেন, “এই কথাগুলি বলার সাহস খুব কম মানুষের আছে। ধন্যবাদ, স্বস্তিকা।”
এর আগেও নানা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে নিজের মতামত জানিয়েছেন স্বস্তিকা। আরজি কর-কাণ্ডে পথে নেমে প্রতিবাদ থেকে শুরু করে সমাজমাধ্যমে কঠোর পোস্ট, সবেতেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সাম্প্রতিক বিতর্কে তিনি আরও একবার সেই দৃঢ়তার প্রমাণ দিলেন।
শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’-তে দেখা গিয়েছে স্বস্তিকাকে। তবে বড় পর্দার বাইরে তাঁর এই সচেতনতার ভূমিকা তাঁকে ভক্তদের চোখে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।