আমি লিখে দিচ্ছি ইব্রাহিম একদিন অনেক বড় তারকা হবে’ এবার ‘নাঁদানিয়ান’ দিয়ে মুখ খুললেন পরিচালক বিক্রম ভাট

আজ এখন নিউজ ডেস্ক, 19 মার্চ: প্রথম সিনেমাতেই নজর কাড়লেন সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। বলিউডে তাঁর অভিষেক ছবি ‘নাঁদানিয়ান’ মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সিনেমায় ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। অনুরাগীরা ইতিমধ্যেই এই জুটিকে ভবিষ্যতের সম্ভাবনাময় বলিউড দম্পতি হিসেবে আখ্যা দিয়েছেন।

ছবির পরিচালক বিক্রম ভাট এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘সিনেমা খারাপ হোক বা ভালো, আমার ইব্রাহিমের অভিনয় দারুণ লেগেছে। ইব্রাহিমকে সিনেমা নেওয়ায় নেপোটিজম-এর প্রসঙ্গও টেনে আনা হয়েছে। তবে আমার মনে হয়, ইব্রাহিম প্রথম সিনেমাতেই জাত চিনিয়ে দিয়েছে। মূলত কম বয়সি দু’টি ছেলেমেয়ের প্রেমের গল্প এটি। এই প্রসঙ্গে বিক্রম আরও বলেন, ‘জেন জি প্রজন্মের অভিনেতাদের নিয়ে তৈরি সিনেমা আমারও মন ছুঁয়েছে। ওদের অভিনয়ে কোনও খামতি নেই।’

বিক্রমের মতে, ইব্রাহিমের কাজ দেখে একথা স্পষ্ট যে, সাফল্যের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। সইফ আলি খানের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম সিনেমার নিরিখে সইফের থেকে অনেক ভালো অভিনয় করেছে ইব্রাহিম। আমি লিখে দিচ্ছি ইব্রাহিম একদিন অনেক বড় তারকা হবে।’

‘নাঁদানিয়ান’ মূলত জেন জি প্রজন্মের প্রেমের গল্প। গল্প যেমনই হোক, অভিনয়ের দিক থেকে ইব্রাহিম ও খুশি দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে ফিল্ম সমালোচকদের একাংশ মনে করেন, এই ছবি বলিউডে নতুন অধ্যায় সূচনা করেছে।