আজ এখন নিউজ ডেস্ক, 19 ফেব্রুয়ারি: অভিনয় জগতে হয়তো এখন আর সক্রিয় নন গোবিন্দা, তবে তাঁর স্ত্রী সুনীতা খান্না বেশ ভালোভাবেই ধরে রেখেছেন শিরোনাম। কখনও পরিবার নিয়ে স্পষ্ট কথা, কখনও ব্যক্তিগত জীবনের মজার অভিজ্ঞতা! সব মিলিয়ে লাইমলাইটে থাকতে ভালোবাসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা তাঁর বিশেষ অভ্যাস এবং নারীদের জন্য নিজের দর্শন নিয়ে মুখ খুললেন।
‘কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, রাত ৮টা বাজলেই তিনি খুলে বসেন মদের বোতল। একাই কেক কাটেন, একাই উদ্যাপন করেন নিজের বিশেষ মুহূর্তগুলি। তবে এর আগে দিনের একটি বড় অংশ তিনি ঈশ্বরের উপাসনায় কাটান। ১২ বছর ধরে নিজের জন্মদিন এমনভাবেই উদ্যাপন করছেন তিনি।
সুনীতার কথায়, “সকালে আমি পুজো করি। মাঝে মাঝে গুরুদ্বার, মাতার মন্দির বা অন্য মন্দিরে যাই। আর রাত ৮টা বাজতেই আমি বোতল খুলে নিজের মতো করে সময় কাটাই। পুজো আর পার্টি—দু’টোর মধ্যে ভারসাম্য বজায় রাখি। কারণ, মানুষ একা জন্মায়, একাই মারা যায়। তাই নিজের জন্য সময় বের করাটা জরুরি।”
নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে তিনি বলেন “জীবন তো স্বামী-সন্তানদের নিয়েই কেটে যায়। কিন্তু কখন নিজেদের জন্য বাঁচবে? প্রত্যেক নারীর উচিত নিজের জন্য কিছু সময় বের করা। আমি আমার পরিবারকে আগলে রেখেছি, তবে এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। প্রতিটি নারীকেই এই ভারসাম্য রক্ষা করতে হবে।”