আমি টাকা দেব, চিন্তা করতে হবে না’ শাহরুখের কাছে কৃতজ্ঞতা স্বীকার রেণু চোপড়ার!

আজ এখন নিউজ ডেস্ক, 26 ফেব্রুয়ারি: শাহরুখ খান শুধুমাত্র বলিউডের জনপ্রিয়তম নায়কই নন, তিনি এক দয়ালু এবং পরোপকারী মানুষ। এই গুণের জন্য তিনি বহু মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর জীবনের এমনই একটি অধ্যায় সম্প্রতি প্রকাশ্যে আনলেন প্রযোজক রেণু চোপড়া, যেখানে শাহরুখের মহানুভবতার আরেকটি দৃষ্টান্ত ফুটে উঠেছে।

রেণু চোপড়ার ছেলে অভয় চোপড়ার প্রথম সিনেমা ‘ইত্তেফাক’ তৈরির সময় তাদের চরম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। একদিকে সিনেমার কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে, অন্যদিকে নতুন পরিচালক হিসেবে অভয়ের স্বপ্ন পূরণের সংকট। ঠিক এই সময়েই তাদের পাশে দাঁড়ান শাহরুখ। রেণু চোপড়ার কথায়, “আমি যখন সমস্যায় পড়ে শাহরুখের কাছে যাই, তিনি এক মুহূর্তের জন্যও ভাবেননি। সাহস জুগিয়ে বলেছিলেন, ‘চিন্তা করো না, আমি সাহায্য করব।”

শুধু সাহায্যের আশ্বাসই নয়, শাহরুখ নিজের পকেট থেকে টাকা দেন। তিনি জানতেন, এই সিনেমা হয়তো বড় মুনাফা আনবে না, তবুও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। রেণু চোপড়া আরও জানান, শাহরুখ কখনও টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেননি। এমনকি সুদের প্রসঙ্গ উঠলেও তিনি সযত্নে তা এড়িয়ে যেতেন। শাহরুখ বলেছিলেন, “আমি তোমাদের কাছ থেকে সুদ নিতে পারব না।”
‘ইত্তেফাক’ সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে অভয় চোপড়ার স্বপ্ন সফল হয়েছিল শুধুমাত্র শাহরুখের সহযোগিতার জন্য। শাহরুখের এই মানবিকতার কথা আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন চোপড়া পরিবার।