বিয়ে হলে কম কাজ পাব, এমনটা আমি মনে করি না” মাত্র ২১ বছর বয়সেই ছাদনাতলায় অভিনেত্রী অনন্যা

আজ এখন নিউজ ডেস্ক, 26 ফেব্রুয়ারি: মাত্র ২১ বছর বয়সেই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর মনের মানুষ, আইটি পেশাদার ও জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সঙ্গে এদিন আংটি বদলের আনুষ্ঠানিকতা সারলেন তিনি। সকালে সুকান্তের বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে আর্শীবাদ পর্ব ও আংটি বদলের আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সকালে অনন্যার সাজে ফুটে উঠেছিল ঐতিহ্যের ছোঁয়া। তিনি পরেছিলেন লাল বেনারসি শাড়ি, যাতে ছিল সোনালি বুটি ও সূক্ষ্ম নকশার কাজ। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। অন্যদিকে, হবু বর সুকান্ত বেছে নিয়েছিলেন লাল পাঞ্জাবি ও সাদা পায়জামা। সকালের ঐতিহ্যবাহী সাজের পর বিকেলে অনন্যা পাশ্চাত্য ঘরানার পোশাক বেছে নিয়েছেন। লাল রঙের গাউন, খোলা চুল ও হীরের গয়নায় সেজে উঠেছেন তিনি। অন্যদিকে, সুকান্তের পরনে ছিল কালো কোট-প্যান্ট। বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করতে ছয় মাস ধরে পরিকল্পনা করেছেন এই যুগল।

এই প্রসঙ্গে অনন্যা জানিয়েছেন, আনুষ্ঠানিক বিয়ের জন্য তাঁরা আরও এক বছর সময় নিচ্ছেন। সব ঠিক থাকলে আগামী বছর সাতপাকে বাঁধা পড়বেন এই দুই মন। দুই পরিবারের পক্ষ থেকে খাবারের আয়োজনে ছিল বাঙালিয়ানার ছাপ। সকালের মেনুতে ছিল মুরগির রসুন ভর্তা, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি, ও মিষ্টি। রাতের মেনুতে ভাত, পোলাও, মাংসের পাশাপাশি ছিল পঞ্জাবি ও চিনা খাবারের আয়োজন।

সুকান্ত বিনোদন জগতের বাইরে থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্কের সূত্রপাত হয় সমাজমাধ্যমে। অনন্যা বিশ্বাস করেন, বিয়ের পরেও তাঁর অভিনয়ের প্রতি প্রতিশ্রুতি অটুট থাকবে। তাঁর কথায়, “বিয়ে হলে কম কাজ পাব, এমনটা আমি মনে করি না। আমার কাজই আমার পরিচয়। সেটাকে কখনও অবহেলা করব না।”