আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৮ ডিসেম্বর: হাতে টাকা-পয়সার লেনদেন এখন অনেকটাই অতীত। শপিং করা, অটো ভাড়া, রেস্টুরেন্টে বিল পেমেন্ট করার মতন প্রত্যেকটা কাজ এখন QR কোড স্ক্যান করে সবটা হয়। এতে করে কোন ঝুঁকি সামলাতে হয় না। তবে নিজের পরিশ্রম কমাতে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন। পেমেন্ট করার সময় দেখেন মুহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে। তবে এখন দেখিনি কিভাবে করবেন এই সমস্যার সমাধান।
বড় অঙ্ক শুধু নয়, বর্তমানে সামান্য পাঁচ-দশটাকাও লেনদেন করা হয় কিউআর কোড স্ক্যান করে। আর এখানেই লুকিয়ে বিপদ। সেই কারণেই বলা হচ্ছে, QR কোড স্ক্যান না করে, চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার। তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করেন, চেষ্টা করুন সেখানে কম টাকা টাকা রাখতে। সর্বোচ্চ ৫ হাজার টাকা। ফলে সতর্কতা সত্ত্বেও কোনওভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না।
এখানেই শেষ নয়, যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনও লিংক পাঠান। তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন। প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকম বানান ভুল থাকে। ফলত, অপরিচিত কারও পাঠানো লিংকে পেমেন্ট করার আগেই একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে।