আইএমএফ-এর বার্তা! আগামী দু বছরে পরিকাঠামো হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা নেবে ভারত

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২
মার্চ:
আগামী দু বছরের মধ্যে অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৫ শতাংশ নিয়ে যেতে সক্ষম হবে পাবে। বিশ্বের মানচিত্রেও ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসাবে জায়গা পাবে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এমনটাই মনে করছে।

আন্তর্জাতিক অর্থভাণ্ডার ভারতবর্ষের বৃদ্ধির হার ও লগ্নির পরিস্থিতি দেখেই এমনটাই ভবিষ্যদ্বাণী করেছে। আগের থেকে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই মজবুত ও স্থিতিশীল জায়গায় দাঁড়িয়েছে, আইএমএফের তরফ থেকে এমন একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারা এখন যে কোন পরিস্থিতি বা চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত। আর মনে করা হচ্ছে, ২০২৪-‘২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬.৫ শতাংশে থাকবে। এখন ভারত যেই পরিমাণে উচ্চমানের কাজের সঙ্গে নিয়মিত যুক্ত হচ্ছে, তাতে করে বলাই যায় অর্থের হাতবদলও হবে বড় মাত্রায়। সেসব মিলিয়ে আর্থিক বৃদ্ধির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী আইএমএফ। বেসরকারি ক্ষেত্রে লগ্নির পরিমাণ বৃদ্ধি এবং বিদেশি লগ্নির পরিমাণও ভারতে নিত্য বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনীতির জন্য খুবই আশার কথা বলে মনে করছে অর্থভাণ্ডার।

উল্লেখ্য, গত অর্থবর্ষেও ভারতের জিডিপির পূর্বাভাষ দিয়েছিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। সেখানে দাবি করা হয়েছিল, গত অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৬.৮ শতাংশ হতে পারে। পরে তা আরও বাড়িয়ে আইএমএফ জানায় বৃদ্ধির হাত ৭ শতাংশ ছুঁতে পারে। যদিও বাস্তবে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ।