লাল পার্টির স্বেচ্ছাচারের প্রতিবাদে জেলা প্যানেল থেকে নাম প্রত্যাহার নেতাদের!

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২২ ডিসেম্বর: সিপিএমের অন্দরে বেশ কয়েকদিন ধরে টাকা নয় ছয় করা, স্বৈরাচার করা চলছিল। দক্ষিণ চব্বিশ পরগণায় কমিটি এই অভিযোগে দলেরই তৃতীয়াংশ সদস্যরা নাম তুলে নিল। বৃহত্তম বাম শরিকের অন্দরে এই ‘বিদ্রোহ’ কার্যত নজিরবিহীন বলছেন দলেরই প্রবীণ নেতৃত্বের একাংশ।

দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের ২৬ তম জেলা সম্মেলন আমতলার সোনাঝুরিতে চলছে। গত ২১ শে ডিসেম্বর, দ্বিতীয় দিনে এই সম্মেলনে জেলা কমিটি আসায় প্রস্তাবিত সদস্য প্যানেল থেকে এক তৃতীয়াংশ সদস্য তাঁদের নাম প্রত্যাহার করে নেন। রতন বাগচী হলো বিদায়ী কমিটির সম্পাদক তিনি আবার নতুন করে কমিটির প্রস্তাব দিতেই উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, বিদায়ী সম্পাদক ৬৫ জনের নাম প্রস্তাব করেন। ১৬ জনকে তাদের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেত্রী চন্দনা ঘোষ দস্তিদার। এমনকি, সুজন চক্রবর্তী ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত রাহুল ঘোষও নাম তুলে নিয়েছেন।

সূত্রের দাবি,তাঁরা পার্টি সম্মেলনে জানান,অনেকেই দলের গঠনতন্ত্র মেনে চলছেন না। নিজেদের খেয়ালখুশি মতো দল চালাচ্ছেন। তাঁদের আরও বিস্ফোরক দাবি, দলীয় কোষাগারের অর্থ আত্মসাতের মনোভাব নিয়েও বর্তমানে দল চালাচ্ছেন কেউ কেউ। তাছাড়াও প্রয়োজনে পার্টি কর্মীদের পাশে দলীয় নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই প্রতিবাদ স্বরূপ রাহুল ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার-সহ এদিনের কমিটিতে পেশ হওয়া সদস্যদের এক তৃতীয়াংশ তাদের নাম প্রত্যাহার করে নেন।