আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৭ জানুয়ারি: এই মাসের শুরুর দিকে ছত্তিশগড়ের জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের গাড়িতে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৯ জওয়ান। মাওবাদীরা এবার অবুঝমাঢ়ের অরণ্যে আইইডি বিস্ফোরণ ঘটাল। এর জেরে কেউ নিহত না হলেও সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো গুরুতর জখম হয়েছেন বলেই খবর।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির পাতা আইইডি বিস্ফোরণ হয় অবুঝমাঢ়ের জঙ্গলে। কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশবাহিনীর সঙ্গে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। তখনই আচমকা ওই বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হয়েছেন সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো। দ্রুত তাঁদের করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
কেন্দ্রের রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন নকশালপন্থী আত্মসমর্পণ করেছেন। যদিও বহু ক্ষেত্রেই পালটা মার দিচ্ছে তাঁরা। এর ফলেই, শাহ-র দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।