কাঠুয়ার অগ্নিকাণ্ডে মৃত পুলিশকর্তা সহ,তার তিন বছরের নাতিও!

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১৮ ডিসেম্বর: জম্মু-কাশ্মীরের কাটোয়া জেলায় আজ ঘটে গেছে এক ভয়ানক অগ্নিকাণ্ড। হঠাৎ করে আজ সকালে একটি বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে ছয়জনের মৃত্যু হয়। মেতের তালিকায় রয়েছে ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট এবং তাঁর তিন বছরের নাতি। এরপর মঙ্গলবার এই ঘটনার জেরে শোকের ছায়া পড়ে যায় গোটা জেলায়।

তবে কি করে এমন ঘটনা ঘটলো? এলাকাবাসীরা জানিয়েছে, ডিএসপির পরিবার ওই বাড়িতে ভাড়া থাকত নিহতরা। গত ১৭ই ডিসেম্বর মাঝরাতে কাটোয়ার শিবনগরের সেই বাড়িতে আগুন লাগে। এবং সঙ্গে সঙ্গে সারা বাড়ি ধোঁয়ায় ভরে যায়। সি ধোয়াতে ঘুমন্ত অবস্থায় দম বন্ধ হয়ে মারা যায় ছয় জন। ওই জায়গায় মোট ১০ জনের উপর লোক ছিল।মোট ১০ জন সেখানে ছিলেন বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে বাকিদের অবস্থা এখনো সংকটজনক। এবং এখনো পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। নিহতদের মধ্যে রয়েছেন ৮১ বছরের প্রাক্তন ডিএসপি অবতারকৃষেণ রায়না, তাঁর মেয়ে বরখা রায়না, নাতি তিন বছরের তাকাশ ও  ১৭ বছরের গঙ্গা ভগৎ, ১৫ বছরের দানিশ ভগৎ এবং ৬ বছরের আদভিক। এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

14:08