নতুন প্রেমে তথাগত, রহস্যময়ীর পরিচয় নিয়ে জল্পনা তুঙ্গে!

আজ এখন নিউজ ডেস্ক, 12 ফেব্রুয়ারি: ভালোবাসার মরশুমে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তথাগত মুখোপাধ্যায়। যদিও এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁর দ্বিতীয় স্ত্রী দেবলীনা দত্তের সঙ্গে, তথাগত নিজেই স্বীকার করলেন, তাঁর জীবনে নতুন এক বিশেষ মানুষ এসেছেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে-কে দেওয়া সাক্ষাৎকারে তথাগত জানিয়েছেন, তাঁর নতুন সম্পর্কের বয়স মাত্র দু’মাস। তবে প্রেমিকার নাম বা পরিচয় প্রকাশ করতে নারাজ তিনি। তথাগত শুধু জানিয়েছেন, ইন্ডাস্ট্রির মধ্যেই হয়তো খুঁজে পাওয়া যাবে এই রহস্যময়ী সঙ্গীকে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে।

তথাগত ও দেবলীনা দত্তের দাম্পত্য সম্পর্কে বহুদিন ধরেই সমস্যা চলছে। যদিও তাঁদের মধ্যে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। অন্যদিকে, দেবলীনার ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দেবলীনা এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্ব নিয়েও চর্চা চলছে। যদিও দেবলীনা মজার ছলে বলেছেন, “সৌম্য আমার ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়।”

তথাগত যে নতুন সম্পর্কে রয়েছেন, তা নিয়ে ইন্ডাস্ট্রির অনেকেই কৌতূহলী। তাঁর সঙ্গীকে নিয়ে নানা গুঞ্জন শুরু হলেও তথাগত নিজে এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন, “আমি এই সম্পর্ক নিয়ে খুবই খুশি এবং আমার সঙ্গীও অত্যন্ত বিশেষ।”

তথাগত এবং দেবলীনার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন প্রেমের খবরে তাঁর অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ খুশি হয়েছেন তথাগত নতুন করে জীবন শুরু করেছেন জেনে, আবার কেউ মনে করছেন পুরোনো সম্পর্কের জট কাটার আগে নতুন সম্পর্কে জড়ানো ঠিক নয়।