আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ২৭ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় ক্যাবিনেটে সংশোধিত ওয়াকফ বিল পাস হয়ে গেল। তবে খবর পাওয়া গেছে, জেপিসিতে মান্যতা দেওয়া হবে ১৪টি সংশোধনীকে। তবে এই ওয়াকফ বিল নিয়ে বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্বে সংশোধিত হবে বলে আলোচনায় জানা গিয়েছে। এই ওয়াকিব বিল প্রবল হট্টগোলের পর জেপিসি রিপোর্টে বিরোধীদের ‘ডিসেন্ট নোট’ অন্তর্ভুক্ত করা।
ফেব্রুয়ারি মাসে যৌথ সংসদীয় কমিটি রিপোর্ট ওয়াকফ বিলের ১৪টি ধারায় ২৫টি সংশোধনী-সহ রাজ্যসভায় পেশ হয়। চেয়ারম্যান জগদীপ ধনকড় বিরোধীদের এমন হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেন। যার জেরে বিরোধীরা প্রতিবাদ শুরু করেন। কারণ তাদের আনা ৪৪ টি সংশোধনীয় রিপোর্ট, প্রত্যেকটি খারিজ করা হয়েছে। তবে রিপোর্টের মধ্যে এমনকি বিরোধীদের আপত্তিপত্র বা ‘ডিসেন্ট নোট’ও রাখা হয়নি। চেয়ারম্যান ওই হট্টগোলের জেরে হট্টগোলের জেরে মিনিট দশেকের জন্য অধিবেশন মুলতুবিও করে দেন। পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান।
এই ঘটনার সপ্তাহখানেক পরেই কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল, খবর সূত্রের। গত সপ্তাহেই ভারতীয় বন্দর বিল এবং সংশোধিত ওয়াকফ বিলে সম্মতি দিয়েছে কেন্দ্র। রিপোর্টে ২৩টি সংশোধনীর উল্লেখ ছিল, তার মধ্যে ১৪টিতে মান্যতা দিয়েছে ক্যাবিনেট। শুধু তাই নয়, এই বিলটি জরুরি ভিত্তিতে আলোচনার তালিকাতেও রাখা হয়েছে। সম্ভবত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে আলোচনা হবে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে।