আজ এখন নিউজ ডেস্ক, 9 জানুয়ারি : দেবদর্শনের উদ্দেশ্যে তিরুপতিতে পাড়ি দিয়েছিল বিশাখাপত্তনমের ভেঙ্কটেশ, তাঁর স্ত্রী শান্তি এবং তাঁদের সন্তান। তবে স্বপ্নের এই যাত্রা দুঃস্বপ্নে পরিণত হয়, যখন মন্দিরে টোকেন নেওয়ার লাইনে পদপিষ্ট হয়ে মারা যান শান্তি। ভেঙ্কটেশের অভিযোগ, পুলিশের অব্যবস্থাই এই মর্মান্তিক ঘটনার কারণ।
ভেঙ্কটেশ জানান, ঘটনার সময় শান্তি লাইনের সামনের দিকে দাঁড়িয়েছিলেন। হুড়োহুড়ি শুরু হওয়ার পর থেকেই তিনি স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন জায়গায় খোঁজার পর, হাসপাতালেও স্ত্রীর খোঁজ মেলেনি। শেষমেশ একটি ভাইরাল ভিডিও থেকে জানতে পারেন, পদপিষ্টের ঘটনায় শান্তি মারা গেছেন। স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েছেন ভেঙ্কটেশ। ঘটনার পর ভেঙ্কটেশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “পুলিশের ব্যবস্থাপনা একেবারেই অপ্রতুল ছিল। ভিড় সামলানোর কোনও সঠিক পরিকল্পনা ছিল না। এই ঘটনাটি এড়ানো যেত।” তিরুপতি মন্দিরের টোকেন বিলির সময় হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একাংশের দাবি, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ।
তবে স্থানীয় জেলাশাসক এ. ভেঙ্কটেশ্বরর দাবি করেছেন, যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং সব ধরনের পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। তাঁর কথায়, “এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে ভিড় সামলানোর জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছিল।” তবে এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সঠিক তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি তুলেছে।