আজ এখন নিউজ ডেস্ক, 23 ডিসেম্বর: অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী আসরের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল দাপুটে জয় তুলে নিল। বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিল তারা। ব্যাট হাতে ভারতীয় দলের জি তৃষা খেলেন ৪৭ বলে ৫২ রানের অসাধারণ ইনিংস, যেখানে ছিল ৫টি চারের পাশাপাশি ২টি ছক্কা। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১১৭ রান তোলে।
এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস বিপর্যস্ত হয় ভারতীয় স্পিন আক্রমণে। আয়ূষী শুক্লা মাত্র ১৭ রানের বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি হিসেবে নিজের নাম লেখান। পূর্ণিকা সিসোদিয়া ও সোনম যাদবও বল হাতে অসাধারণ পারফর্ম করেন। বাংলাদেশের ইনিংস ১৮.৩ ওভারে ৭৬ রানে শেষ হয়ে যায়।
তৃষা এর আগেও ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। এদিন তাঁর ব্যাটিং ও ভারতীয় স্পিনারদের পারফরম্যান্সে বাংলাদেশ ফাইনালে দাঁড়াতেই পারল না। ভারতের এই জয়ে মহিলা ক্রিকেটে তাঁদের আধিপত্য আরও মজবুত হল।