আজ এখন ডেস্ক, 20 ডিসেম্বর: সম্প্রতি মন্দির-মসজিদ বিতর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তিনি ক্ষুব্ধ হয়ে উল্লেখ করেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর কিছু ব্যক্তি নতুন নতুন স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরে নিজেদের হিন্দু নেতারূপে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যা গ্রহণযোগ্য নয়।
এই প্রসঙ্গে অসন্তোষ দেখিয়ে ভাগবত বলেন, “প্রতিদিন নতুন নতুন বিষয় সামনে আনা হচ্ছে। এটা কীভাবে মানা যায়? এটা চলতে পারে না।” তিনি জোর দেন যে, ভারতে সবাই সমান এবং প্রত্যেকের নিজস্ব উপাসনার অধিকার রয়েছে। আইনের শাসন মেনে সম্প্রীতি বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে ভাগবত রামকৃষ্ণ মিশনের বড়দিন উদ্যাপনের কথাও উল্লেখ করে বলেন, “আমরা এটা পারি কারণ আমরা হিন্দু।” তিনি আরও বলেন, “সংবিধান অনুযায়ী দেশ চলছে। জনগণ সেই প্রতিনিধিদেরই বেছে নেবেন, যারা সরকার চালাতে পারবেন। আধিপত্যের দিন চলে গিয়েছে।” উল্লেখ্য, অযোধ্যার রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পর মথুরা, বারাণসী এবং সম্ভলের কিছু মসজিদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ভাগবতের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাগবতের এই বক্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।