আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান ফিল্ম কোন প্ররোচনা ছাড়াই ফের সীমান্তে সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। গতকাল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে এই হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে এই হামলার কোন খবর পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনারা প্রতিবেশী দেশের এমন প্ররোচনায় পাল্টা জবাব দিল।
আগের বছর পাকিস্তানের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পাকিস্তানের সেনারা গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ একইভাবে পুঞ্চের গুলপুর সেক্টরে গুলি চালিয়েছিল। এক সেনা আধিকারিক বলেন, অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নাক্কারকোট ব্রিজ থেকে অন্তত ১৮ রাউন্ড গুলি ছোড়া হয় জঙ্গলঘেরা ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে। ভারতীয় জওয়ানরাও এর পাল্টা জবাব দিতে কোন রকমের দ্বিধা করেননি। পালটা অন্তত ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়। দুপক্ষের এই গুলির লড়াইয়ে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়েছিল পাকিস্তান। এক আইইডি বিস্ফোরণে এক সেনা আধিকারিক-সহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও দুই জওয়ান। সেই হামলার পালটা পাকিস্তানকে কড়া জবাব দিতে দ্বিধা করেনি সেনা। পালটা জবাবে একাধিক পাক জওয়ানের মৃত্যু হয় বলে দাবি করে ভারত।