কানাডায় গিয়ে পড়ালেখা বা চাকরির কথা ভাবছেন ভারতীয়রা! ২০২৫ সালে দেশ ছাড়তে যাচ্ছে লাখ লাখ মানুষ, জেনে নিন কারণ

আজ এখন নিউজ ডেস্ক, 3 ডিসেম্বর: কানাডায় পড়াশোনা বা কাজ করতে যাওয়ার কথা ভাবছেন এমন ভারতীয়দের সাবধান হওয়া উচিত। হ্যাঁ ঠিকই শুনেছেন। সম্প্রতি এক প্রতিবেদনে কানাডিয়ান অভিবাসন কর্মকর্তারা বলেন, প্রায় 5 মিলিয়ন অস্থায়ী পারমিটের মেয়াদ 2025 সালের শেষের দিকে শেষ হতে চলেছে। কর্মকর্তারা আশা করছেন, এসব লোকের বেশির ভাগই নিজ থেকেই দেশ ছেড়ে যাবে। অভিবাসন মন্ত্রী মার্ক মিলারকে অস্থায়ী পারমিট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে কমন ইমিগ্রেশন কমিটিকে অবহিত করেন।

কনজারভেটিভ সাংসদ টম কিমিক মিলারকে প্রশ্ন করেছিলেন যে, ‘প্রায় 49 লাখ অস্থায়ী ভিসাধারীর পারমিটের মেয়াদ শেষ হতে চলেছে। সরকার কীভাবে এই লোকদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবে?’ এই বিষয়ে মার্ক মিলার বলেন, ‘আশা করা যায় অনেক মানুষ নিজে থেকেই যাবে। যারা অতিরিক্ত অবস্থান করবে, কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ কারো পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে এবং তিনি দীর্ঘদিন দেশে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

7 লাখেরও বেশি স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে।

এমপি টম কিমিক 2025 সালের ডিসেম্বরের মধ্যে 766,000 স্টাডি পারমিটের মেয়াদ শেষ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সরকারকে প্রশ্ন করেছিলেন যে, ‘সিবিএসএ এই সবের উপর নজর রাখবে কি না।’ জবাবে, মিলার স্পষ্ট করেছেন যে, ‘কিছু শিক্ষার্থী তাদের পারমিট নবায়ন করতে পারে বা স্নাতকোত্তর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে, যাতে তারা কানাডায় বেশি সময় থাকতে পারে। তার মানে সরকার চায় কানাডায় অধ্যয়নরত বেশিরভাগ বিদেশী শিক্ষার্থী তাদের দেশে ফিরে আসুক।’