আজ এখন নিউজ ডেস্ক, 11 ডিসেম্বর: কাজের প্রেসার এবং ধকল কাটিয়ে টিম স্পিরিট বাড়াতে এবার সিটি পুলিশ পরিবারে আয়োজিত হতে চলেছে ক্যারাম প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জয়ী হলে মিলবে পুরস্কারও। মূলত চাকরিতে একটানা ডিউটির ক্লান্তি দূর করতে এবং পুলিশ ফোর্সে টিম স্পিরিট বাড়াতেই এবার পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এই অভিনব ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে হাওড়া সিটি পুলিশ।
এই প্রথমবার এমন উদ্যোগ হবে বলে জানা গিয়েছে। আগামী ১২ই ডিসেম্বর থেকে শুরু হবে এই ক্যারাম প্রতিযোগিতা। হাওড়া সিটি পুলিশের প্রতিটি ইউনিটের প্রতিটি ডিভিশন নিয়ে হবে এই প্রতিযোগিতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শুধু পুলিশকর্মীরাই অংশগ্রহণ করবেন তা নয়, এই প্রতিযোগিতার পুলিশের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করতে পারবেন।
পুলিশ কর্মীরা সারা বছর ধরে কঠোর শিডিউল মেনে কাজ করেন। এই কারণে পুলিশের মনোবল বাড়াতে এবং কাজের চাপ ও ক্লান্তি দূর করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে টিম স্পিরিট আসবে বলে দাবি পুলিশ কর্তাদের।