আজ এখন, দেবপ্রিয়া কর্মকার,২২ মার্চ: IPL 2025 আজ থেকে শুরু হচ্ছে। এবার ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও একটা অসাধারণ অফার আনল। সংস্থা থেকে জানানো হয়, এই জিও হটস্টারে ২৯৯ বা তার বেশি টাকার রিচার্জে গ্রাহকরা হটস্টারে ৯০ দিন পর্যন্ত দেখতে পাবেন আইপিএলের প্রতিটি ম্যাচ। তার পাশাপাশি আরও নতুন গ্রাহকদের জন্য আনা হবে নানান অফার।
জিওর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে কোন খরচ ছাড়াই গ্রাহকরা আইপিএল ম্যাচ নিজের মোবাইল ও টিভিতে দেখতে পারবেন। তার জন্য শুধুমাত্র গ্রাহকদের ২৯৯ বা তার বেশি টাকার যে কোনও রিচার্জ করতে হবে। তাহলেই জিও হটস্টারে ৯০ দিনের জন্য ফ্রি হয়ে যাবে। গ্রাহকদের জানানো হচ্ছে, এই অফারটি সীমিত থাকবে 17 মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত। তবে কেউ যদি আগে থেকে রিচার্জ করিয়ে থাকেন সেক্ষেত্রে ১০০ টাকার অ্যাড অন প্ল্যানের মাধ্যমে এই সুবিধা পেতে পারবেন। এবং ২২ মার্চ থেকে জিও হটস্টারে প্রতিটি ম্যাচ দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
এর পাশাপাশি যারা জিওর নতুন সিম নেবেন তাঁদের ক্ষেত্রেও এই সুবিধা থাকবে। সেক্ষেত্রে ২৯৯ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে ৯০ দিনের জন্য বিনামূল্যে পাওয়া যাবে জিও হটস্টার। এর পাশাপাশি রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, জিও হটস্টারের পাশাপাশি এই অফারে গ্রাহকরা বাড়িতে পাবেন ৫০ দিনের জন্য বিনামূল্যে জিওফাইবার বা এয়ারফাইবারের ট্রায়াল কানেকশন। যেখানে বিনামূল্যে আইপিএল দেখার পাশাপাশি ৮০০র বেশি টিভি চ্যানেল, ১১টির বেশি ওটিটি অ্যাপ বিনামূল্যে ওয়াইফাই-সহ আরও অনেককিছু।