আজ এখন নিউজ ডেস্ক, 29 জানুয়ারি: হরিয়ানা থেকে বিহারে পাচার হওয়া মদের একটি বিশাল চালান ধরা পড়ল দাদরি থানার পুলিশ এবং আবগারি দফতরের যৌথ অভিযানে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের লুহারলি কাট টোল প্লাজায় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার একটি টাটা আল্ট্রা গুডস ক্যারিয়ার ট্রাক আটক করে পুলিশ। বাইরে থেকে ট্রাকটি চালের বস্তা বোঝাই বলে মনে হলেও, বস্তাগুলির পেছনে মদ লুকানো ছিল। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়্যাল গ্রিন, অফিসার্স চয়েস ব্লু, ইম্পেরিয়াল ব্লু, এবং ম্যাকডোয়েল’স-এর মতো ব্র্যান্ডের ১৩৫টি বাক্স রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মদ হরিয়ানার বিভিন্ন ব্র্যান্ডের, যা অবৈধভাবে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের চালক নীরজ শ্রীবাস্তবকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে। তদন্তে ট্রাকের নম্বর প্লেট, রেজিস্ট্রেশন এবং চেসিস নম্বর ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
জিজ্ঞাসাবাদে নীরজ স্বীকার করেছে যে এই মদ বিহারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তার বিরুদ্ধে আবগারি আইনের ৬০/৬৩/৭২ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এবং আবগারি দফতর এখন এই পাচার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।