আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,২০ মার্চ: হাসপাতালের বেডে শুয়ে যমে-মানুষের লড়াই কয়েকঘণ্টার মধ্যেই শেষ। নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্জে প্রাণ গেল। গতকাল দুপুরে অফিসের ছয় তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে যাবি, দৈপান বাবু এবং তার স্ত্রী বেশ অনেকদিন ধরে তারা একই জায়গায় কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীরা জানান, তার স্ত্রী ওই কর্মসংস্থান খুব উঁচুস্তরের কর্মী ছিলেন। আর তার স্বামী খুব একটা বড় পদে ছিলেন না। দ্বৈপায়ন বেশ কয়েকদিন ধরে কাজের কিছু জায়গায় জটিলতার মধ্যে দিয়ে কাটছিল। ফলে সে অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। যার জেরে ওই ব্যক্তি এক চরম সিদ্ধান্ত নেন। তার বয়স ৫০ বছর। ওই কর্মসংস্থানে সহকর্মীরা দ্বৈপায়নের এমন মৃত্যুতে হকচকিয়ে যায়। বাঁধ মানছে না তাঁর স্ত্রীর চোখের জলও।
উল্লেখ্য, প্রতিদিনের মতো বুধবার সকালেও অফিসে যান দ্বৈপায়ন। সকাল থেকে স্বাভাবিকই ছিলেন। দুপুরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন। এরপর সকলের অলক্ষ্যে ৬ তলায় চলে যান। কিছুক্ষণের মধ্যে তাঁর সহকর্মীরা জানতে পারেন, বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন দ্বৈপায়ন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় নিউটাউনের একটি হাসপাতালে। সেখানে বেশ কয়েকঘণ্টা চিকিৎসাও চলে। তবে আঘাত অত্যন্ত গুরুতর ছিল তাঁর। তাই শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় দ্বৈপায়নের।