আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৯ মার্চ: আবারও ঘটে গেল রাস্তার ওপর প্রকাশ্যে খুনের ঘটনা। যেদিন উত্তরপ্রদেশে এক সাংবাদিক কে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের সীতাপুরে। ওই মৃত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়। খবর এসেছে, তিনি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। কী কারণে এই হত্যা? বিশেষ কোনও খবর ফাঁসের কারণেই কি এই ‘শাস্তি’? এই বিষয়টি নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। তবে পুলিশ সবদিক ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে দাবি, গতকাল দুপুরবেলায় রাঘবেন্দ্র তার বাড়িতেই ছিলেন। তার বয়স ৩৫ বছরের কাছাকাছি। এই সময় তার কাছে একটি ফোন আসে। ওই ফোনটি পেয়ে বাইক নিয়ে রাঘবেন্দ্র বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। তিনি যাচ্ছিলেন লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে। সেসময় আততায়ীরা গাড়িতে তাঁর পিছু নিয়ে বাইকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র।
তিনজন দুষ্কৃতী মিলে তাকে লক্ষ্য করে গুলি করে। এবং মুহূর্তের মধ্যে তাকে গুলি করার পর ওই এলাকা থেকে পালায়। স্থানীয়রা উদ্ধার করে রাঘবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসকরা সাংবাদিককে মৃত বলে ঘোষণা করেন। খবর, তাকে মোট তিনটি গুলি করা হয়েছে, এবং বুকে ও মাথায় গুলি লেগেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থল ও হাসপাতালে যায়। মাহোলি, ইমালিয়া এবং কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।
কিন্তু কেন এভাবে গুলি করে মারা হল ওই সাংবাদিককে? তিনি কি কোনও গুরুত্বপূর্ণ খবরের সূত্র পেয়েছিলেন? নাকি কোনও দুষ্কৃতী গ্যাংয়ের বিরুদ্ধে খবর করছিলেন? কেন ফোন পেয়েই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান রাঘবেন্দ্র? কে বা কারা ফোন করেছিলেন তাঁকে? সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের মোবাইল ফোনটিও পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।