আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: ভারতের শীর্ষ আদালতে বিচারপতি হিসেবে সোমবার শপথ নেবেন জয়মাল্য বাগচি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের নতুন সদস্য হিসেবে তাঁর এই যাত্রা দেশের বিচারবিভাগে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে।
গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করেছিল। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পেয়ে আইন মন্ত্রক সেই প্রক্রিয়াকে আনুষ্ঠানিকতা দেয়। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও সেখানে উপস্থিত থাকবেন।
জয়মাল্য বাগচির বিচারক জীবনের শুরু ২০১১ সালে, যখন তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে তিনি কলকাতা হাইকোর্টে ফিরে আসেন এবং বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ মামলা তাঁর বেঞ্চে বিচারাধীন রয়েছে।
জয়মাল্য বাগচির জন্ম ১৯৬৬ সালের ৩ অক্টোবর। তাঁর শিক্ষাজীবন শুরু ক্যালকাটা বয়েজ স্কুল থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জনের পর ১৯৯১ সালে তিনি অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক জটিল মামলায় সাফল্যের সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমান হিসাব অনুযায়ী, ২০৩১ সালের ২৫ মে প্রধান বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে জয়মাল্য বাগচির।