আসতে চলেছে কালবৈশাখী! তবে কি বৃষ্টিতে ভিজে যাবে আইপিএলের ম্যাচ

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৮ মার্চ: চলতি মাসের সূর্যের তাপে পথচলতি মানুষরা চড়া রোদে হাঁসফাঁস করছে। প্রতিদিন পথে-ঘাটে থাকলে ঘর্মাক্ত হতেই হচ্ছে। একন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পারদ নাকি ছাপিয়ে যাবে! এইসব পূর্বাভাসের পর সাধারণ মানুষের মাথাব্যথা বাড়ছে, তবে শেষমেষ আবহাওয়া দপ্তর স্বস্তির খবর দিল। সপ্তাহের মধ্যভাগেই ধেয়ে আসছে কালবৈশাখী! হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় আগামী বৃহস্পতি ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবরেও চিন্তার ভাঁজ ক্রিকেটপ্রেমীদের কপালে। তাঁদের মনে প্রশ্ন, এহেন আবহাওয়ায় শনিবার।

তবে জোড়া ঘুর্ণাবর্ত হয়েছে অসম ও হরিয়ানায়। অক্ষরেখার দাপটও জোড়া। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত। তবে কর্ণাটক ও তামিলনাড়ুর উপকূল এলাকায় অন্য অক্ষরেখাটি রয়েছে। বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর এই ত্রিফলায় বাংলাতেও হাওয়া বদলের সম্ভাবনা। বৃহস্পতি-শুক্রে কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তাতে তাপমাত্রায় পারদ পতনের সম্ভাবনা অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের নিচে। তবে রাতের উষ্ণতায় কোনও পরিবর্তন করেনি।