আজ এখন নিউজ ডেস্ক, 16 জানুয়ারি: বিয়ের বয়স মাত্র এক বছর। ইতিমধ্যেই এক কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন অভিনেতা-রাজনীতিক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সংসার জীবনের এই প্রাথমিক পর্যায়ে সাধারণত নতুন দম্পতিরা পরিবার গড়ে তোলার দিকে মন দেন। কিন্তু কাঞ্চন ও শ্রীময়ী যেন একটু অন্যপথের যাত্রী। চলতি বছরেই তাঁরা দীক্ষা নেওয়ার পরিকল্পনা করছেন।
সম্প্রতি কন্যাসন্তানকে টিকা দিতে নিয়ে যাওয়ার পর এই খবর জানান তাঁরা। শ্রীময়ী বলেন, “এর সঙ্গে সংসার ত্যাগের কোনও সম্পর্ক নেই। আমরা দু’জনেই ছোটবেলা থেকে প্রচণ্ড ভক্তিমূলক পরিবেশে বড় হয়েছি। রামকৃষ্ণদেবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে। বিয়ের আগেই ঠিক করেছিলাম, একসঙ্গে দীক্ষা নেব।”
সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁদের দীক্ষার ইচ্ছা প্রকাশিত হওয়ার পর কাশীপুর উদ্যানবাটীর নিয়ম অনুযায়ী দম্পতিকে শ্রীশ্রী রামকৃষ্ণের বই পড়তে দেওয়া হয়েছে। কাঞ্চন ইতিমধ্যেই সেই বই পড়া শেষ করেছেন। শ্রীময়ী জানান, তিনি এখনও শেষ করতে পারেননি। তবে শীঘ্রই তা সম্পন্ন করবেন। বই পড়া শেষ হলে তাঁরা মঠের সঙ্গে যোগাযোগ করবেন এবং দীক্ষার পরবর্তী ধাপ শুরু করবেন। সংসার জীবনের প্রতি তাঁদের পূর্ণ আস্থা থাকলেও, ইশ্বরের প্রতি নিবেদন ও ভক্তি তাঁদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীক্ষা তাঁদের ভক্তিমূলক জীবনযাত্রার আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই তাঁদের বিশ্বাস।