৬ মার্চ এলেই মন খারাপ কৌশিকের! কী কারণ এমন কথা বললেন পরিচালক

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৭ মার্চ:দেখতে ৪বছর কেটে গিয়েছে। তবুও এই দিনের স্মৃতি তাঁর মনে এখনও দাগ কেটে রয়েছে।তাই ৬ মার্চ এলে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যাযের মনটা খারাপ হয়ে যায়। এ দিনই তিনি বাড়ির সবচেয়ে প্রিয় সদস্যকে হারান। কথা হচ্ছে তাঁর আদরের পোষ্য জেটের। সাড়ে ১৩ বছর তাঁদের সঙ্গে ছিল সে। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে। প্রতিটা মুহূর্তে জেটের অনুপস্থিতি উপলব্ধি করে পরিবারের সদস্য়রা।

পরিচালকের মনে আরও একবার এই ৬ মার্চ আসতেই মন ভারাক্রান্ত হয়ে যায়। তার আদরের পোষ্য জেটের কথা বার বার মনে পড়ছে তাঁর। তাই কৌশিক  আদুরে পোষ্যর ছবি পোস্ট করে নিজের মনের কথা সমাজমাধ্যমের পাতায়ই উগরে দিলেন। জেট চলে যাওয়ার খবর আসার পর তাঁর মনের ঠিক অবস্থা হয়েছিল সে কথাই নিজের ফেসবুকে লেখেন কৌশিক। পরিচালক লেখেন, “৪ বছর কেটে গিয়েছে! এই দিনে সাড়ে ১৩ বছরের জেট্ আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শুটিং করছিলাম। সকালেই শুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরম ছোটবেলার মতো কেঁদেছিলাম!”

তিনি আরও লেখেন, “বেনারসের একটা অতি সরু গলির লাগোয়া মন্দিরের সিঁড়িতে বসে ছিলাম হতবুদ্ধি হয়ে! পুরো ইউনিট গলির অন্য একটা বাঁকে চুপ করে অপেক্ষা করে থাকল। তারপর শেষ করলাম শুটিং। বিকালে সূর্যাস্তের ঠিক আগে কলকাতা ফেরার পালা। নৌকো নিয়ে অন্য একটা ঘাটে যাওয়া, তারপর সেখান থেকে এয়ারপোর্ট। নৌকোতে সবাই আমরা চুপ করে বসে। একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট্ ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরও দূরে চলে গেল!”