আজ এখন নিউজ ডেস্ক, 10 মার্চ: কেরলের কুথুপরম্বার ১৮ বছরের শ্রীনন্দা ওজন কমানোর চেষ্টায় নিজের জীবনই হারালেন। দীর্ঘদিন ধরে প্রায় কিছুই না খেয়ে থাকার ফলে শারীরিক দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম বর্ষের কলেজছাত্রী শ্রীনন্দা মোটা হয়ে যাওয়ার ভয়ে খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। মাত্র গরম জল খেয়ে দিন কাটাতেন। অনলাইনে পাওয়া কিছু ‘ডায়েট প্ল্যান’ মেনে চলতে গিয়ে তাঁর শরীরে ভয়ানক জটিলতা তৈরি হয়। পাঁচ মাস আগেই এই পরিস্থিতির শুরু। চিকিৎসকেরা বারবার সাবধান করলেও, শারীরিক অবস্থার অবনতি থামেনি।
বিশেষজ্ঞদের মতে, শ্রীনন্দা অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামক মানসিক রোগে ভুগছিলেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তাঁদের ওজন নিয়ে অযথা দুশ্চিন্তাগ্রস্ত হন এবং অনাহারে থাকার প্রবণতা দেখা দেয়। শ্রীনন্দার ক্ষেত্রে বিষয়টি এতটাই তীব্র হয় যে, তাঁর ওজন নেমে আসে মাত্র ২৪ কিলোগ্রামে। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পাশাপাশি তীব্র শ্বাসকষ্টের কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়।
চিকিৎসকেরা এই প্রসঙ্গে জানান, করোনা-পরবর্তী সময়ে অ্যানোরেক্সিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে শরীরের ওজন নিয়ে অস্বাস্থ্যকর দুশ্চিন্তা এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। শ্রীনন্দার এই করুণ পরিণতি তরুণ প্রজন্মের কাছে সতর্কবার্তা হয়ে থাকুক।