খলিস্তানিদের ভয়ানক ষড়যন্ত্র ফাঁস!মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যেও কার হাত?

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩১ জানুয়ারি:  এবার রক্ত ঝরানোর ছক কষেছিল ধর্মের ভিত্তিতে খলিস্তানিরা। স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা মারফত এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এল। বিভিন্ন রাজ্যগুলি যেমন- মণিপুর, তামিলনাড়ু ইত্যাদি সংখ্যালঘুদের উত্তপ্ত করে তাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছিল  গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন শিখ ফর জাস্টিস। শুধু সংখ্যালঘুরাই না তাদের বিরুদ্ধে দলিতদেরও উসকানি দেওয়ার অভিযোগ এসেছে।

আজ থেকে পাঁচ বছর আগে জুলাই মাসে নিষিদ্ধ করা হয়েছিল পান্নুনের এসএফজেকে। তারপর থেকে খলিস্তানি সংগঠনের সদস্যরা দেশের নানান জায়গায় বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি ছড়িয়ে যাচ্ছে। গোয়েন্দা রিপোর্টে অনুযায়ী, “সংখ্যালঘুদের আবেগের অপব্যবহার করা হত। মণিপুরে খ্রিস্টানদের বলা হত পৃথক দেশের দাবিতে সুর চড়ানোর জন্য। একইভাবে তামিলদের দ্রাবিড়স্তানের দাবি জানানোর জন্য উসকানি দেওয়া হত। ‘সংখ্যালঘু নির্যাতনে’র কথা মনে করিয়ে মুসলিমদের বলা হত, তারা যেন উর্দিস্তান গঠনের চেষ্টা করে।”

গোয়েন্দাদের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যেও খলিস্তানিদের হাত রয়েছে? ২০২৩ সালের মে মাস থেকে লাগাতার জাতি সংঘর্ষে উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্বের রাজ্যটি। সেখানে খ্রিস্টানদের উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে। এমনকি কানাডায় খলিস্তানি নিয়ন্ত্রিত গুরুদ্বার থেকে ভারতে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে তোপ দাগতেও দেখা গিয়েছে কুকি-জো নেতাকে। মণিপুর হিংসায় অন্তত ২৫০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার নেপথ্যে কি খলিস্তানিরা?