আজ এখন নিউজ ডেস্ক, 9 ডিসেম্বর: সামনে এল আরও এক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা। এবারের ঘটনাটি ঘটেছে বোকারো জেলার নওয়াদিহ ব্লকের উপরঘাটের পেঙ্ক নারায়ণপুর থানা এলাকার কোঠি গ্রামে। একটি ছয় বছরের শিশুকে তার মাতৃগৃহে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃত ছয় বছরের শিশু ডেভিড ছিলেন রুকভা দেবীর একমাত্র পুত্র। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের মা রুকভা দেবীর আবেদনের ভিত্তিতে একটি মামলা (মামলা নম্বর 55/2024) নথিভুক্ত করা হয়েছে। পুলিশ মৃতের বড় মামা জানকী মাহাতোর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যেই থানার ইনচার্জ ঘনশ্যাম রবি জিজ্ঞাসাবাদের জন্য জানকী মাহাতোকে আটক করেছেন। এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, হারলাডিহের বাসিন্দা বিনোদ মাহাতো ও রুকভা দেবীর ছয় বছরের ছেলে ডেভিড তার বড় মামা জানকির ভয়ে রাজ কোঠি গ্রামে তার দিদার বাড়িতে বসবাস করছিলেন। রবিবার সন্ধ্যায় দাউদ রাজের দিদাবাড়ির সব লোকজন গোলাঘরে ছিল। সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে ডেভিডকে গরু চড়াতে পাঠানো হলেও গরু চড়ানোর পর ওই শিশু আর শস্যাগারে ফেরেনি। পরে সবাই শস্যাগার থেকে বাড়ি ফিরে দেখেন ডেভিডের লাশ উঠোনে পড়ে আছে এবং যে কুদাল দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেটিও পাশেই পড়ে আছে।
এই ঘটনার জেরে শিশুটির মা-বাবা নারায়ণপুর থানায় এফআইআর দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘনশ্যাম রবি এই হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে ওই লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। নিহত শিশুর মা খুনের অভিযোগ আনেন তার আপন শ্যালিকা জানকী মাহাতোর বিরুদ্ধে।