আজ এখন নিউজ ডেস্ক, 22 ডিসেম্বর: ‘বলিউড বাদশা শাহরুখ খান!’ যাঁর নামেই কাঁপে কোটি ভক্তের হৃদয়, তিনি কি আদৌ শাহরুখ? কিং খানের জীবনের এই অজানা অধ্যায় জানলে যে কেউ বিস্মিত হবেন। শাহরুখ খান একবার অনুপম খেরের শো ‘কুছ ভি হো সক্তা হ্যায়’-এ হাজির হন। সেখানেই তিনি জানান, তাঁর দিদা তাঁর শৈশবে তাঁকে ‘আবদুল রেহমান’ নামে ডাকতেন। কিন্তু শাহরুখ ছোটবেলা থেকেই এই নাম অপছন্দ করতেন। তাঁর বাবাই পরে নামটি বদলে রাখেন শাহরুখ। সেই থেকে শাহরুখ নামেই তিনি পরিচিত হন।
কিন্তু কিং খানের আসল নাম শুধু আবদুল রেহমান নয়। বিয়ের সময় আর্য সমাজের নিয়ম মেনে তিনি নাম পরিবর্তন করেন এবং নিজের নাম রাখেন ‘জিতেন্দ্র কুমার টুলি।’ দাদীর মতে, শাহরুখ দেখতে নাকি বলিউড অভিনেতা জিতেন্দ্রের মতো। আর এই নামের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন অভিনেতা জিতেন্দ্র ও রাজেন্দ্র কুমারকে। শুধু শাহরুখ নন, গৌরীও নিজের নাম পরিবর্তন করেছিলেন। বিয়ের সময় গৌরী হয়ে গিয়েছিলেন ‘আয়েশা’। আর্য সমাজের রীতি অনুযায়ী বিয়ের পর তাঁদের নিকাহ এবং কোর্ট ম্যারেজও হয়।
১৯৯১ সালের ২৫ অক্টোবর শাহরুখ ও গৌরী বিয়ে করেন। তখন শাহরুখ বলিউডে জনপ্রিয় ছিলেন না। কিন্তু গৌরী তাঁর পাশে ছিলেন। আজ তাঁরা সুখী দম্পতি। তাঁদের তিন সন্তান—আরিয়ান, সুহানা এবং আব্রাম। তবে শাহরুখ খানের এই জীবনের অজানা তথ্য তাঁর ভক্তদের যথেষ্ট অবাক করেছে।