আজ এখন নিউজ ডেস্ক, 16 জানুয়ারি: বিরাট কোহলিকে ঘিরে নতুন বিতর্কের ঝড় উঠল ভারতীয় ক্রিকেট মহলে। প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার বিস্ফোরক মন্তব্যে সামনে এসেছে ২০১৯ এক দিনের বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ। উথাপ্পার দাবি, অম্বাতি রায়ুডুকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করার পেছনে বড় ভূমিকা ছিল তৎকালীন অধিনায়ক কোহলির।
রায়ুডুর বাদ পড়া নিয়ে উথাপ্পা বলেছেন, বিশ্বকাপের জন্য প্রায় নিশ্চিত ছিলেন রায়ুডু। চার নম্বরে ভালো ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়ে বিজয় শঙ্করকে দলে নেওয়া হয়। উথাপ্পার মতে, কোহলির পছন্দের তালিকায় রায়ুডুর নাম না থাকার কারণেই তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, “বিশ্বকাপের এত কাছাকাছি এসে কাউকে বাদ দেওয়া ঠিক নয়। রায়ুডু ইতিমধ্যেই নিজের ব্যাগ এবং কিট প্রস্তুত করে রেখেছিল। কিন্তু শেষ মুহূর্তে তার সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়।”
এই সিদ্ধান্তের জন্য রায়ুডুর প্রতি সহানুভূতি প্রকাশ করে উথাপ্পা বলেন, “একজন খেলোয়াড়ের স্বপ্ন চূর্ণবিচূর্ণ করার কোনো অধিকার কারও নেই। দল নির্বাচনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গা থাকা উচিত নয়।” কোহলির নেতৃত্বাধীন সেই সময়ের দল নিয়ে এমন মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। যদিও এই বিষয়ে কোহলির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বিতর্কের এই অধ্যায় এবার কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলবে।