আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১৭ জানুয়ারি: আবারও কলকাতা আগুনে জ্বলছে। এই অগ্নিকাণ্ড টি ঘটেছে হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি আবাসনে। এবং খবর আসে, বহুতলের ছাদে আগুন লেগে যায়। সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। মুহূর্তের মধ্যে ওই ঘটনাস্থলে আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যারা ওই আবাসনে ছিলেন তাদের ওই আবাসিক থেকে বের করে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে মিন্টো পার্কের কাছে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। অভিজাত ওই বহুতলের ছাদে স্টোররুমে আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যায়। তারপর দমকলে খবর দেওয়া হয়। এক এক করে মিনিট দশকের মধ্যেই আটটি ইঞ্জিন দমকল পৌঁছে যায় ঘটনাস্থলে। ওই যুদ্ধকালীন তৎপরতায় বহুতল থেকে আবাসিকদের বের করে দেওয়া হয়। প্রাণভয়ে কোনো রকমে ওই আবাসিক থেকে বেরিয়ে এসেছে আতঙ্কিত আবাসিকরা।
আবাসিকদের দাবি,গিজার থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়েছে। তার জেরে আগুন লেগে যায়। ওই বহুতলের পাশেই রয়েছে নামী বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রেখেছেন দমকল কর্মীরা। একটি সংবাদমাধ্যমে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, আপাতত ওই বহুতলটির আগুন নিয়ন্ত্রণে। চলছে কুলিং প্রসেস। অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতল লাগোয়া রাস্তায় আপাতত যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।