আন্তর্জাতিক বাজারে ড্রাগের জালে গ্রেপ্তার ‘লেডি ডন’!

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ ফেব্রুয়ারি: কুখ্যাত ‘লেডি ডন’ অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়েছে। তার আসল নাম হল জোয়া খান। এদিন তাকে উত্তর দিল্লির ওয়েলকাম এলাকায় ড্রাগস পাচারের সময় গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৭০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। তবে এখন বিদেশের বাজারে মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, এই জোয়া খান হলেন গোয়েন্দাদের টপ লিস্টে থাকা একজন কুখ্যাত গ্যাংস্টারের তৃতীয় স্ত্রী, যার নাম হাশিম বাবার। তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর হাশিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। জোয়া খানের স্বামী হাশিম একাধিক খুন, তোলাবাজি এবং চোরাচালান-সহ ১২টিরও বেশি মামলায় যুক্ত থাকার অভিযুক্তে তিহার জেলেবন্দি।

তবে পুলিশ এতদিন তাকে কেন গ্রেফতার করতে পারছিল না? বিলাসবহুল জীবনের জন্য জোয়ার গায়ে ‘ডনে’র তকমা লাগিয়েছিলেন। তাদের বিভিন্ন ধরনের হাই-প্রোফাইল পার্টিতে যেতে হয়। এবং জোয়া খান সোশাল মিডিয়াতেও খুবই সক্রিয় ছিলেন। এসবের পরিবর্তে তিনি নিজের স্বছ ভাব-মূর্তি বজায় রাখতেন। পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ ছিল না।

কীভাবে গ্রেপ্তার হলেন ‘লেডি ডন’? জোয়ার উপর দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন স্পেশাল সেলের এসিপি সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। জোয়ার বাপের বাড়ির দিক থেকেও অপরাধের সঙ্গে থাকার ইতিহাস রয়েছে। তাঁর মা যৌনচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। বাবা ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত ছিল। এবার সেই ড্রাগ পাচার করার সময়ই তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।