সঙ্গীর ফোনে আড়ি পাতার মতো আচরণ সম্পর্কের প্রতি অবিশ্বাসের চিহ্ন’ লং ডিসট্যান্স বিবাহ নিয়ে মুখ খুললেন লগ্নজিতা

আজ এখন নিউজ ডেস্ক, 23 জানুয়ারি: গায়িকা লগ্নজিতা চক্রবর্তী ও তাঁর স্বামী সাত্যকি সাহার প্রেম যেন রূপকথার গল্প। প্রেম শুরু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়। আট বছরের লম্বা পথ পেরিয়ে ২০১৬-তে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর পেরিয়ে গেছে নয় বছর। তবে সংসার করা হয়ে ওঠেনি তাঁদের, কারণ এটি লং ডিসট্যান্স বিয়ে। সাত্যকি এক মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মী এবং বর্তমানে কর্মসূত্রে থাকেন তামিলনাড়ুতে।

অন্যদিকে, লগ্নজিতা তাঁর সংগীত কেরিয়ার নিয়ে ব্যস্ত। কনসার্টের প্রয়োজনে ছুটে বেড়ান বিভিন্ন শহরে। তবে দূরত্ব তাঁদের সম্পর্কের মাঝে দেয়াল গড়তে পারেনি। তাঁর বক্তব্য, ওপেন রিলেশনশিপ নিয়ে সমাজের নানা ভুল ধারণা আছে। তবে তাঁদের দাম্পত্যের ভিত্তি পারস্পরিক সম্মান ও আস্থা। লগ্নজিতা স্পষ্ট করেন, ‘সঙ্গীর ফোনে আড়ি পাতার মতো আচরণ সম্পর্কের প্রতি অবিশ্বাসের চিহ্ন।’

সম্প্রতি এক পডকাস্টে লগ্নজিতা তাঁর দাম্পত্যের রহস্য ফাঁস করে বলেন, “বিশ্বাস আর বন্ধুত্ব ছাড়া কোনও সম্পর্কই টিকে না। আমরা একে অপরকে স্বাধীনতা দিই এবং একে অপরের উপর পূর্ণ আস্থা রাখি।” আর এভাবেই তাঁদের রূপকথার দাম্পত্য আজও অটুট।